নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে কৃষক আকবর হোসেন হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
তথ্য প্রমাণ না থাকায় খালাস পেয়েছেন তিনজন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- জুয়েল, রাহেলা বেগম ও মোক্তার হোসেন। রায় ঘোষণার সময় জুয়েল ও মোক্তার আদালতে উপস্থিত ছিলনা।
আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. তহিরুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। ঘটনার তদন্ত করে পুলিশ ২০১৯ সালের ১ এপ্রিল ১১ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত ৩১ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার রায় ঘোষণা করেন।
আসামি পক্ষের আইনজীবী মঞ্চুর জিলানী রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
Leave a Reply