নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টরিয়াল টিমে নতুন চার সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ব্যক্তিগত কারণে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিয়া মিজান চৌধুরীকে সহকারী প্রক্টর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া বুধবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টির স্নাতক প্রথম বর্ষের পঞ্চম ধাপের ভর্তি কার্যক্রম। শাবিপ্রবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দায়িত্ব পালনের জন্য তারা বিধি মোতাবেক দায়িত্বভাতা ও অন্য সুযোগ সুবিধা দেওয়া হবে।
শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পুরো প্রক্টরিয়াল বডিসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত সবার অপসারণ দাবি করে আসছেন শাবিপ্রবি’র আন্দোলনকারী শিক্ষার্থীরা। গত ১০ ফেব্রুয়ারি শাবিপ্রবি প্রক্টর ড. আলমগীর কবিরকে সরিয়ে নেওয়া হয়। এর আগে সরানো হয় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ম অধ্যাপক জহির উদ্দিন আহমদকে।
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে অনেকদিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে শাবিপ্রবিতে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। এর আগে সোমবার থেকে খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।
Leave a Reply