টাঙ্গাইলে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ডটকম এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব এর বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- ঢাকা পোস্টের টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। এসময় টাঙ্গাইল প্রেসক্লাব এর সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক অরন্য ইমতিয়াজ।

প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, এনটিভির স্টাফ রিপোর্টার মহ্ববত হোসেন, নিউ এজের প্রতিনিধি হাবিব খান, সময় টিভির প্রতিনিধি কাদির তালুকদার, এশিয়ান টিভির শফিকুজ্জামান মোস্তফা, বাংলা নিউজের প্রতিনিধি সুমন কুমার রায়, আনন্দবাজার পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি এনায়েত করিম বিজয়, রাইজিংবিডির প্রতিনিধি কাওসার আহমেদ, ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি তোফায়েল আহম্মেদ রনি।

আরও উপস্থিত ছিলেন- দৈনিক ব‌ণিক বার্তার প্রতি‌নি‌ধি পার‌ভেজ হাসান, ঢাকা প্রকাশের প্রতিনিধি ফরমান শেখ, সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ পোস্টের তানজিনুল হক রোমান, দৈ‌নিক জাগরণের প্রতি‌নি‌ধি কাজল আর্য‌্য, আইঅন টি‌ভি ও সাম্প্রতিক দেশকা‌লের প্রতি‌নি‌ধি নওশাদ রানা সানভী, আমা‌দের নতুন সময়ের প্রতি‌নি‌ধি আরমান কবীর, বাংলাদেশ খবর পত্রিকার প্রতিনিধি আব্দুল লতিফ তালুকদার, কলকাতা টিভির প্রতিনিধি মনিরুজ্জামান মনির প্রমুখ।

ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনাকালীন সময়ে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় টাঙ্গাইলের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ এর হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। এরআগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছাড়াও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap