ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বিনামূল্যে ভ্রাম্যমান মোবাইল থেরাপি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার দেওপাড়া ইউনিয়নের মলাজানি বাজারে দিনব্যাপি ক্যাম্পেইন সেবার উদ্বোধন করেন মধুপুর উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আকতার মাসুদা।
সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এ চিকিৎসাসেবার আয়োজন করে। মধুপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায় ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে ১৩২ জন রোগীকে ভ্রাম্যমান মোবাইল থেরাপি সেবা প্রদান করা হয়।
উক্তসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন ফিজিওথেরাপি কন্সালন্টেট ডঃ জামালুল করিম, থেরাপি সহকারী মোঃ হারুন অর রশিদ, অডিওমেট্রিশিয়ান মনিরুজ্জামান অন্যান্য চিকিৎসকগন। সেবা কার্যক্রম সার্বিক সহযোগিতায় ছিলেন লেখক ও সাংবাদিক সাংবাদিক স্বাধীন আজম, সমাজসেবক শামনুল আলম, আব্দুল মজিদ মিল্টন প্রমূখ।
Leave a Reply