নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে এক সেনেটারি মিস্ত্রিকে হত্যার দায়ে মামলার আরেক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ফারুক হোসেন ধনবাড়ীর বানিয়াজান ইউনিয়নের নাথেরপাড়া এলাকার আ. জব্বার আলীর ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে এসআই মাসুদ আনোয়ার আকন্দ ও সাবিকসহ সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী জামালপুর জেলার দিকপাইদ উপশহরের ছুনটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া জানান, গ্রেফতারকৃতকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে আনোয়ার ওরফে আনু নামের এক আসামীকে গ্রেফতার করা হয়। বাকীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, নাথেরপাড়া এলাকার সেনেটারি মিস্ত্রি রফিকুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গত ১ জানুয়ারী রাতে তার চাচা মোস্তফারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন বাড়ির পাশের কপি খেত থেকে রফিকুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ধনবাড়ী থানায় নিহতের মা বাদি হয়ে মোস্তফাকে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
Leave a Reply