নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি। আজকের এই দিনে বাংলা সিনেমা চলচ্চিত্র জগতের এক দাপুটে ও জনপ্রিয় মহানায়ক আসলাম তালুকদার মান্না না ফেরার দেশে চলে যান। তার চলে যাওয়ার আজ ১৪ বছর।
চিত্রনায়ক মান্না ২০০৮ সালের এ দিনে তিনি মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
এই সুপার হিট নায়কের আজ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্নার স্ত্রী শেলী মান্না ও মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করেছেন।
মরহুম মান্নার সহধর্মিণী শেলী মান্না বলেন, এবার তেমন কোনো আয়োজন থাকছে না। তবে ছোট পরিসরে দোয়া মাহফিল করা হবে।
এছাড়া বহু হিট সুপারহিট সিনেমার এ নায়কের মৃত্যুদিনে তাকে স্মরণ করবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি।
১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে মান্না চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম অভিনীত সিনেমা ‘তওবা’ (১৯৮৪)।
প্রসঙ্গত, ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পটল গ্রামে জন্মগ্রহণ করেন মান্না। মৃত্যুর পর তাকে এলেঙ্গা পৌর শহরে সমাহিত করা হয়।
এদিকে, মৃত্যুর এক যুগ পরেও ব্যাপক জনপ্রিয় মান্না। তাঁর অভিনীত ছবির সামনে আজো মন্ত্রমুগ্ধ হয়ে বসে থাকতে দেখা যায় ভক্ত-অনুরাগীদের।
Leave a Reply