ক্রিড়া ডেস্কঃ ম্যাট হেনরির ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। এক ওভারে তিনটিসহ ইনিংসে ২৩ রান খরচায় ৭ উইকেট নেন নিউ জিল্যান্ডের ডানহাতি পেসার। যাতে ক্রাইস্টচার্চে প্রথম সকালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বনিম্ন স্কোর করেছে প্রোটিয়ারা। ২৩ টেস্টে এটি তাদের সবচেয়ে কম রান।
জুবায়ের হামজার ২৫ রানের চেয়ে বেশি রান আর কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান করতে পারেননি। হামজার সঙ্গে কাইল ভেরিন্নের ৩৩ রানের জুটি ছিল সর্বোচ্চ। ১৯৩২ সালের পর প্রথমবার আগে ব্যাটিং করে ১০০ রানের নিচে অলআউট হলো প্রোটিয়ারা।
৩৭ রানে দক্ষিণ আফ্রিকার চার উইকেট যায়, যার তিনটিই হেনরির। ৩০ বছর বয়সী পেসার লাঞ্চের পর আরো চার উইকেট নেন। ভেরিন্নেকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেন তিনি। তারপর একই ওভারে কাগিসো রাবাদা ও গ্লেন্টন স্টুরমানকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন।
তার হ্যাটট্রিক হয়নি, কারণ ইনিংস শেষ করে দেন নিল ওয়াগনার। ডুয়ান্নে অলিভিয়ের দ্বিতীয় স্লিপে ধরা পড়েন।
কনওয়ে (৩৬) আউট হন ১১১ রানে। নিকলস ৩৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন, অন্য প্রান্তে ২ রানে টিকে ছিলেন ‘নাইটওয়াচম্যান’ ওয়াগনার। ৩ উইকেটে ১১৬ রান করা কিউইরা দিন শেষে ২১ রানে এগিয়ে।
Leave a Reply