নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন এবং ভালো কাজগুলোকে প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবুল হোসেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপাচার্যের সঙ্গে গবিসাসের নবম কমিটির শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
গবিসাসের সভাপতি অনিক আহমেদ ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদের নেতৃত্বে পরে কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম ও রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদের সঙ্গে সাক্ষাৎ করা হয়। এসময় তারা গবিসাসের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের অর্জন সংবাদ মাধ্যমে প্রচার করে বিশ্ববিদ্যালয়ের মান সমুন্নত রাখার আহ্বান জানান কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম। ক্যাম্পাসে গবিসাসের ভূমিকার কথা বিবেচনা করে তাদের পাশে থাকা ও সহযোগিতার আশ্বাস দেন রেজিস্ট্রার।
Leave a Reply