হবিগঞ্জে পাখি শিকার বন্ধে র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পাখি শিকারিদের তৎপরতা বন্ধে র‌্যাবের সহযোগীতায় অভিযান চালিয়েছে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

এই অভিযানে ১৬টি পাখি, ফাঁদ ও খাঁচা উদ্ধার হয়েছে। তবে কোনো শিকারিকে আটক করা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার মাধবপুর উপজেলার বরুরা, বেলাপুর, কাশিমপুর ও কমলপুর গ্রামে র‌্যাবের সহযোগীতায় এ অভিযান চালানো হয়। অভিযানে শিকারীদের কবল থেকে ১০টি ঘুঘু, ৩টি শালিক, ৩টি ডাহুক পাখি ও পাখি শিকারের ফাঁদ, খাঁচা উদ্ধার হয়।

এ অভিযানে র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্য, পাখি প্রেমিক সোসাইটির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap