বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দিনব্যাপী সহশিক্ষাক্রম উৎসব ২০২৩ শুরু হয়েছে।
গতকাল ২৮ জানুয়ারী শনিবার এ সহশিক্ষাক্রম অনুষ্ঠানটির সভাপতি ও চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে উদ্ভোধন করেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসনে খান। প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মো. ইয়াকুব আলী, সভাপতি পরিচালনা পরিষদ চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় । দ্বিতীয় দিনের সাংস্কৃতিক পার্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আলোক হেলথ কেয়ার লিমিটেড। তৃতীয় দিনে মধুপুর উপজেলায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের সবংর্ধনা প্রদানের মধ্য দিয়ে শেষ হবে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির ২০২৩ ইং সনের সহশিক্ষাক্রম উৎসবটি। তৃতীয়দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন ।
Leave a Reply