ধনবাড়ীতে প্রেমের সম্পর্কের জেরে ভাতিজাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ চাচার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে মেয়ের প্রেমের সম্পর্কের জেরে ওয়াজ করুনী (২৫) নামের এক ভাতিজাকে দেশীয় অস্ত্র দা দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে।

গুরুতর আহত ওয়াজ করুনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, শনিবার ২৮ জানুয়ারী সকাল ১১টায় ধোপাখালী ইউনিয়নের মঠবাড়ী (ডিলারপাড়া) গ্রামের এ ঘটনা ঘটে। ওয়াজ করুনী ওই গ্রামের মো. আফজাল হেসেনের ছেলে। অভিযুক্ত চাচা হুমায়ূন কবীর (৩৫) মৃত আনোয়র হোসেনের ছেলে।

ওয়াজ করুনীর পরিবারের স্বজনরা অভিযোগ করে বলেন, হুমায়ূন কবিরের সপ্তম শ্রেণি স্কুল পড়ুয়া মেয়ে ওয়াজ করুনীর ছোট ভাইয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালায়। বারবার ব্যার্থ হলে মেয়েটি তার বন্ধুদের কাছে সমালোচনা শুরু করে ওয়াজ করনীর ভাই সম্পর্কে। পারিবারিকভাবে জানাজানি হলে দুই পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে শনিবার ওয়াজ করুনীকে রাম দা দিয়ে মাথায় কুপিয়ে হত্যার চেষ্টা করে হুমায়ূন।

ওয়াজ করুনীর বাবা আফজাল হেসেন বলেন, আমার ছেলে এবং হুমায়ূনের মেয়ে একই স্কুলের শিক্ষার্থী। হুমায়ূনের মেয়ে আমার ছেলে আসাদুলকে মোবাইলে বারবার বিরক্ত করে। বিষয়টি আমি জেনে ছেলেকে শ্বাসন করি। পরিবারিক জেরে এর আগে হুমায়ূন আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে। এব্যাপারে ধনবাড়ী থানায় মামলা রয়েছে। সকল পারিবারিক ঘটনা নিয়ে শনিবার স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে শালিসী বৈঠক বলেও প্রতিপক্ষ হুমায়ূন উপস্থিত হয়নি। তবে এ মারপিটের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হুমায়ূনের স্ত্রী বিলকিস আক্তার বলেন, আমার উপর হামলা চালায় ওয়াজ করুনী। আমার স্বামী প্রতিবাদ করলে তাকে মারতে আসে। আমার স্বামীর লাঠির আঘাতে ওয়াজ করনীর মাথা ফেটে যায় এবং হাত ভেঙে গেছে। হুমায়ূনের সাথ যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের মেনেজ করার চেষ্টা করেন। স্থানীয় ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেনের কাছে বিষয়টি নিয়ে কথা বলতে তার ব্যাবহৃত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এইচএম জসিম উদ্দিন জানান, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap