নিজস্ব প্রতিনিধিঃ টাংগাইলের সখীপুরে নবগঠিত হতেয়া রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ জানুয়ারি) বিকেলে হতেয়া গাবলের বাজার কেরানী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার।
হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় আরোও বক্তব্য রাখেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়,বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, বোয়ালী ডিগ্রি কলেজর অধ্যক্ষ সাঈদ আজাদসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply