নিজস্ব প্রতিনিধিঃ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ববধায়ক খন্দকার সাদিকুর রহমান প্রমুখ।
জেলার ১২টি উপজেলায় ৩ হাজার ১০টি কেন্দ্রে পাঁচ লাখ ২৬ হাজার ৬৯৬ জন শিশুকে ক্যাপসুল খায়ানো হবে। এর মধ্যে ছয় মাস থেকে ১১ মাস বয়সী ৬০ হাজার ১৫৯ জন শিশুকে একটি করে নীল রংয়ের (এক লাখ আইইউ) ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ৬৬ হাজার ৪৩৭ জন শিশুকে একটি করে লাল রংয়ের (দুই লাখ আইইউ) ক্যাপসুল খায়ানো হবে।
ক্যাম্পেইনে ৩৮৫ জন স্বাস্থ্য সহকারী, ৩৭৭ জন পরিবার কল্যাণ সহকারী, ৪১৯ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ২৬ জন পৌর কর্মী ও ছয় হাজার ৩০ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবেন।
Leave a Reply