নিজস্ব প্রতিনিধিঃ টাংগাইল জেলার মধুপুর থানায় ৯৯৯ থেকে সংবাদ পাওয়া যায় যে মধুপুর থানা মহিষমারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শালিকা গ্রামের শামসুল হক তার ছেলে মোহাম্মদ ফারুকের কবর অন্য জায়গায় সরাইয়া জমিটি অন্যত্র বিক্রি করে ফেলেছেন। ফারুকের লাশের অংশবিশেষ যথাস্থানে থাকার জন্য ফারুকের নাবালিকা সন্তান ফাহিমা খাতুনএলাকার লোকজনের মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোনে জানান। বিষয়টি অফিসার ইনচার্জ মধুপুর থানা জনাব মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম এর নির্দেশনায় আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব মোঃ সিরাজুল ইসলাম পুলিশ পরিদর্শক সঙ্গীয় এসআই মোঃ বেলাল উদ্দিন সহকারে এলাকার লোকজন ও স্থানীয় মেম্বারের সহায়তায় ফারুকের লাশ এর অংশবিশেষ পুনরায় পূর্বের কবরে প্রতিস্থাপন করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পুলিশের এরকম কার্যক্রমে নিহত ফারুকের পরিবার ও এলাকার জনগণ সন্তুষ্টি প্রকাশ এবং পুলিশের কাজকে ভূয়সি প্রশংসা করেন ।
Leave a Reply