নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্কঃ নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। রোববার রাতে নিউল্যান্ডসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জিতে নেয় তারা।

২০০৯ সাল থেকে চালু হওয়া এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে কেবল প্রথম আসর ও ২০১৬ সালে শিরোপা জিততে পারেনি অজি নারীরা। এছাড়া প্রত্যেকবারই বিশ্বকাপের শিরোপা গেছে তাদের ঘরে। ২০১৮ সাল থেকে টানা তৃতীয়বার শিরোপা জিতলো তারা। এর আগে ২০১০ সাল থেকে টানা তিনবার শিরোপা জিতেছিল বেথ মুনিরা।

ইতিহাস গড়ে প্রথবার ফাইনালে আসা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অনভিজ্ঞ দলের বিপক্ষে তারা বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও সেটা সম্ভব হয়নি। বেথ মুনির অপরাজিত ৭৪, অ্যাশলে গার্ডনারের ২৯ ও অ্যালিসা হিলির ১৮ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

নারীদের বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গতির বল করা দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল ২টি ও মারিজানে কাপ ২টি উইকেট নেন।

অবশ্য অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেস বোলিংয়ের সামনে ১৫৬ রানও বিশাল হয়ে দাঁড়ায় প্রোটিয়া নারীদের জন্য। তারা ৬ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি। অবশ্য ব্যাট হাতে লড়াই করেছিলেন লরা উলভার্ট। সঙ্গীর অভাবে ম্যাচটি বের করতে পারেননি তিনি। ৪৮ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৬১ রান করেন তিনি। ক্লো ট্রায়ন ২ চার ও ১ ছক্কায় করেন ২৫ রান। এছাড়া মারিজানে কাপ করেন ১১ রান।

তাতে ১৯ রানের দারুণ জয়ে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা শোকেসে ওঠে অস্ট্রেলিয়ার মেয়েদের।

অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলে ফাইনালে ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ার বেথ মুনি। আর পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ১১০ রান ও বল হাতে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা হন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap