ক্রীড়া ডেস্কঃ এক-দুই বছর নয়, দীর্ঘ ছয় বছর পর শিরোপার স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে লিগ কাপের ফাইনালে নিউক্যাসেল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা।
এর মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছরের শিরোপা খরা কাটালো এরিক টেন হাগের শিষ্যরা। পাশাপাশি নানা সমস্যা নিয়ে ধুকতে থাকা রেড ডেভিলস জানান দিলো তারা ঘুরে দাঁড়াচ্ছে দারুণভাবে। সবশেষ ২০১৭ সালে হোসে মরিনহোর তত্ত্বাবধানে উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতেছিল তারা। এরপর কেবল হারের গল্প, হতাশার মিছিল ছিল ওল্ড ট্রাফোর্ড জুড়ে। অবশেষে এক চিলতে সাফল্যের সূর্য হয়ে উঁকি দিলো কারাবাও কাপের শিরোপা।
বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে খেলে নিউক্যাসেল। তারা দারুণ পরীক্ষা নেয় ম্যানইউর রক্ষণভাগের। কিন্তু জালের নাগাল পায়নি। তাতে ২-০ ব্যবধানের জয়ে ছয় বছরের শিরোপা খরা কাটায় টেন হাগের শিষ্যরা।
Leave a Reply