ছয় বছর পর শিরোপা জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড

ক্রীড়া ডেস্কঃ এক-দুই বছর নয়, দীর্ঘ ছয় বছর পর শিরোপার স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে লিগ কাপের ফাইনালে নিউক্যাসেল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা।

এর মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছরের শিরোপা খরা কাটালো এরিক টেন হাগের শিষ্যরা। পাশাপাশি নানা সমস্যা নিয়ে ধুকতে থাকা রেড ডেভিলস জানান দিলো তারা ঘুরে দাঁড়াচ্ছে দারুণভাবে। সবশেষ ২০১৭ সালে হোসে মরিনহোর তত্ত্বাবধানে উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতেছিল তারা। এরপর কেবল হারের গল্প, হতাশার মিছিল ছিল ওল্ড ট্রাফোর্ড জুড়ে। অবশেষে এক চিলতে সাফল্যের সূর্য হয়ে উঁকি দিলো কারাবাও কাপের শিরোপা।

ফাইনালে ম্যাচের ৩৩ মিনিটেই কাসেমিরোর গোলে এগিয়ে যায় ম্যানইউ। এ সময় লুক’শ এর ফ্রি কিক থেকে উড়ে আসা বলে হেড দিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার। যদিও গোলটি অফসাইড হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য ভিএআর নেওয়া হয়। কিন্তু গোলটি টিকে যায়। ৩৯ মিনিটে বামদিক দিয়ে আক্রমণে উঠে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাশফোর্ড। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে খেলে নিউক্যাসেল। তারা দারুণ পরীক্ষা নেয় ম্যানইউর রক্ষণভাগের। কিন্তু জালের নাগাল পায়নি। তাতে ২-০ ব্যবধানের জয়ে ছয় বছরের শিরোপা খরা কাটায় টেন হাগের শিষ্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap