ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি মুদি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা’সহ ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকানী মিন্টু মিয়া জানান।
আজ রবিবার (২০ ফেরুয়ারি) ভোর ৪টার সময় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়াগ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দোকানে থাকা তার নগদ ২০ হাজার টাকা,একটি টিভি ও ফ্রিজসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিক মিন্টু মিয়া জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রবিবার ভোর ৪টার সময় দোকানে আগুন দেখে স্থানীয়রা ডাকচিৎকার করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুন লাগলো তার সূত্রপাত জানা যায়নি।
Leave a Reply