নিজস্ব প্রতিনিধিঃ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে এলাকার গরীব অসহায় মানুষদের সকল দুঃখ-দুর্দশা তুলে ধরার আহবান জানিয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। শনিবার (১১ মার্চ) আনন্দ টিভি ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ টিভি পরিবারের উদ্যোগে সকাল সাড়ে ১১ টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা মেয়র মাসুদ বলেন, আনন্দ টিভি তাদের নিজস্বতা বজায় রেখে সব সময় সত্য ও সুন্দর সংবাদ প্রকাশ করে আসছে। প্রত্যন্ত গ্রাম-অঞ্চলের বিভিন্ন সংবাদ তুলে ধরে দর্শকদের উপহার দিয়ে থাকেন। আনন্দ টিভি আগামীতেও তাদের ধারাবাহিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক এমনটাই আশা করছি।
এশিয়া মহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল ইবরাহীম খাঁ’র প্রশংসা করে মেয়র মাসুদুল হক মাসুদ আরও বলেন, ভূঞাপুরের মাটিতে ইবরাহীম খাঁ’র জন্ম না দিলে ভূঞাপুরের মানুষ শিক্ষার আলোতে আলোকিত হতে পারতো না, আমিও হতে পারতাম না। তাই প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্যার আমাদের অনুপ্রেরণা।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিকের সভাপতিত্বে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আখতার হোসেন খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- আনন্দ টিভির জেলা প্রতিনিধি আল-আমিন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি, বিশেষ অতিথি বক্তব্য রাখেন- থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এম.এ আব্দুল মজিদ মিয়া, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সোহেল তালকদার প্রমূখ।
Leave a Reply