টাঙ্গাইলে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি-নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি।

শনিবার সকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের বেপারীপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচী আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা বিএনপির অ্যাডভোকেট সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম মনির, জেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম, জেলা মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন খান, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ। এসময় মানববন্ধনে বিএনপিসহ দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথি আহমেদ আযম খান বলেন, দুর্নীতি রাহুগ্রাস করে ফেলেছে তার প্রতিবাদে এই সরকারের পতনের দাবিতে আমরা দির্ঘদিন যাবত আন্দোলনে সংগ্রামে মাঠে আছি। আমাদে আন্দোলন সংগ্রাম জনগনের মুক্তির জন্য। জনগনের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে। আমাদের সংগ্রাম জনগনের জন্যে। আজকে চাল, ডাল, তেলসহ সকল নিত্য প্রয়েজনীয় মূল্যবৃদ্ধি তার প্রতিবাদে। আমাদের সংগ্রাম মানুষ ভোট দিতে চায় নির্বাচন আশে নির্বাচন যায় মানুষ ভোট দিতে পারে না। আমারা ২০১৪তে দেখেছি নির্বাচন ছাড়া এ সরকার ক্ষমতায় এসেছে। আমার ২০১৮তে দেখেছি দিনের ভোট আগের রাতে লুট করে নিয়ে গেছে। আবার নতুন করে সরকার ষড়যন্ত্র করছে। আবার নতুন করে সরকার ষড়যন্ত্র করছে ২০২৩ এর শেষের দিকে অথবা ২০২৪ এর প্রথম দিকে যে নির্বাচন হবে কিভাবে সেই ভোটকে জনগনের অধিকার বঞ্চিত করে লুট করা যায়। সেই ষড়যন্ত্রকে সরকার নিমন্ত্রিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap