টাঙ্গাইলে পুলিশ সুপার কাপ আন্তঃ উপজেলা কাবাডি টুর্নামেন্ট- ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সরকার মোহাম্মদ কায়সার বলেছেন, খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ, বন্ধুত্ব ও ঐক্য তৈরি হয় এবং খেলাধুলা মানুষকে ব্যাপক আত্মবিশ্বাসী, সাহসী, পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়।

মঙ্গলবার (২১ মার্চ) বিকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, টাঙ্গাইল পুলিশের বাস্তবায়নে ও সৃষ্টি শিক্ষা পরিবারের সহযোগিতায় টাঙ্গাইল স্টেডিয়ামে পুলিশ সুপার কাপ আন্তঃ উপজেলা কাবাডি টুর্নামেন্ট- ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ওলিউজ্জামানের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুর সঞ্চালনায় অতিথি ছিলেন- টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড. শরিফুল ইসলাম রিপন, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ, সাবেক জাতীয় কাবাডি খেলোয়াড় মঞ্জুরুল হক মন্টু ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন প্রমূখ।

জেলা পুলিশ সুপার কাপ আন্তঃ উপজেলা কাবাডি টুর্নামেন্টের ফাইনালে টাঙ্গাইল সদর উপজেলা ৪২-৩২ পয়েন্টে কালিহাতী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ সময় জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap