টাঙ্গাইলে ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশের মতো টাঙ্গাইলেও ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের কর্মসূচী শুরু হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) ১২ টা ১ মিনিটে প্রথম প্রহরে টাঙ্গাইল পৌর শহরে নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণে শ্রদ্ধা নিবেদনকালে টাঙ্গাইল সদর- ৫ আসনের স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গণি, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এরপর জেলা পরিষদ, রাজনৈতিক দল টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাব, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান ও নানা শ্রেণি পেশার লোকজন শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এরআগে শহীদ মিনার প্রাঙ্গণে চলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের দেশাত্ববোধক গানের অনুষ্ঠান। এছাড়াও ২১শে ফেব্রুয়ারির দিন জেলা প্রশাসকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপি চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap