নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় অবস্থিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা। এ পাঠশালায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কোনো স্থায়ী শহিদ মিনার নেই।
তাই বলে কি শ্রদ্ধা জানানো থেমে থাকবে? মোটেও না, শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীসহ স্থানীয় আদিবাসীরা বাঁশ ও কঞ্চি দিয়ে অস্থায়ী শহিদ মিনার তৈরি করে তাতেই শ্রদ্ধা জানিয়েছেন।
ভাষা দিবস উপলক্ষে পাঠশালার আয়োজনে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে তারা পাঠশালা প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ভাষা শহিদদের শ্রদ্ধা জানানো শেষে পাঠশালার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাঠশালার প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, বর্তমান প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস ও লুইশ মুর্ম, সহকারী শিক্ষক বিলম হাঁসদাক, নির্মল কোল সরেন, সোনিয়া খাতুন, শিরিনা খাতুন, সাঈদ মাহমুদসহ অনান্যরা।
Leave a Reply