নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফেতরকে সামনে রেখে আব্দুল মালেক মিঞার ৫ম তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মালেক মিঞা স্মৃতি ফাউন্ডেশনের উদ্ধোগে বাসাইলের দুস্থ ও অসহায় ২০০০টি পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) বিকালে বাসাইল উপজেলার জড়াশাহী বাগ স্কুল মাঠে বাসাইলে দুস্থ ও অসহায় ২০০০টি পরিবারের মাঝে একটি সেমাই, দুধ, এক কেজি লবণ, এক কেজি ডাউল,এক কেজি চাউল, এক কেজি আলু, এক কেজি চিনি, হাফ কেজি তৈল, একটি সাবান করে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল খাশুর,বাসাইল উপজেলা বি আর ডিবির সাবেক চেয়ারম্যান শফিউল আরিফিন সুজন খানশুর,কাউলজানি ইউনিয়নের চেয়ারম্যান আতাউল গনি হাবিবসহ উপকারভোগী ২০০০ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যবৃন্দ ।
Leave a Reply