মির্জাপুরে কৃষকদলের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে ও আলী আজম খান উথানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান সাইদ সোহরাব। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, জেলা বিএনপির নেতা ফিরোজ হায়দার খান প্রমুখ।

সভায় প্রধান অতিথি সাইদসোহরাবসহ বক্তারা বাংলাদেশের লুন্ঠিত গণতন্ত্র পুর্নরুদ্ধার, বিরোধী জোট ঘোষিত ১০ দফা বআস্তবায়ন এবং বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। ইফতারপূর্ব দোয়া মাহফিলে খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করে মোনজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap