মেহেদী হাসানঃ মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলার দামাল ছেলেদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, সেই বেদনাকে ধারণ করে সারাদেশে প্রতিটি স্থানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করছে অমর ভাষা শহীদদের।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে গতকাল ২১শে ফেব্রুয়ারী, ২০২২ এর প্রথম প্রহরেই প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-মোঃ আ. মতিন ভূঁইয়া (সহকারি অধ্যাপক ও সহকারি প্রক্টর, আইন বিভাগ), মোহাম্মদ আহসান চৌধুরী (প্রভাষক ও সহকারি প্রক্টর, ব্যবসা প্রশাসন বিভাগ), এমদাদুল হক (প্রভাষক ও সহকারি প্রক্টর, বস্ত্র প্রকৌশল বিভাগ) এবং মোঃ আবু জিহাদ (প্রভাষক ও সহকারি প্রক্টর, অনুজীব বিজ্ঞান বিভাগ)। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছু সময় নিরবে দাড়িয়ে থাকেন ও ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
Leave a Reply