নিজস্ব প্রতিনিধিঃ অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে তিন যৌনকর্মীসহ চার জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। শনিবার (৬ মে) সকালে মির্জাপুর পৌর এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, দীর্যদিন যাবৎ পৌর শহরের একটি বাসার পাঁচতলা ভবনে আটককৃতরা অসামাজিক কার্যকলাপে চালিয়ে আসছিল ওই এবং খদ্দেরকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিত। এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ্ মাসুদ করিম জানান, আটককৃতরা অসামাজিক কাজে লিপ্ত ছিল ও খদ্দেরকে ব্ল্যাকমেইল করতো। বিষয়টি জেনে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে এবং মামলা করে দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।
Leave a Reply