নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্ক্রিণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় এসব আইসিটি সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মিঞা, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply