সখীপুরে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সখীপুর উপজেলা আওয়ামী লীগ। এতে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানা গেছে, ২২ মে (সোমবার) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদারের নেতৃত্বে মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফোয়ারা চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সহসভাপতি আতিকুর রহমান বুলবুল , সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, কেবিএম রুহুল আমিন প্রমুখ।

এসময় আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হাই তালুকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ রহিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার শিম্মী, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী, গোলাম ফেরদৌস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবি করেন।

উল্লেখ্য শুক্রবার (১৯ মে) জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। পরে রোববার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ২২ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমরা করব ইনশাআল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap