নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপির সমর্থনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মধুপুর পৌর ছাত্রলীগ ও মধুপুর পৌর যুবলীগের উদ্যোগে এক বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
গত শনিবার বিকাল ৫ টায় নয়াপাড়া মোড় থেকে এই বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুপুর বাসস্ট্যান্ডে সমাবেশ করে। বাসস্টান্ড আনারস চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধুপুর পৌরসভার কাউন্সিলর বাবলু আকন্দ।
এ সময় শুভ চৌহানের সন্চালনায় বক্তব্য দেন পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ আকন্দ, পৌর যুবলীগের নেতা লতিফ আকন্দ, লাভলু আকন্দ, আইয়ুব আকন্দসহ পৌর যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply