কালিহাতীতে গরুর খামারী ও ব্যবস্যায়ীদের সাথে পুলিশের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধিঃ কোরবানির ঈদকে ঘিরে গরু চুরি রোধে গরুর খামারী ও ব্যবস্যায়ীদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্তে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ।

বুধবার (২৪মে) সকাল ১১টায় কালিহাতী থানার আয়োজনে থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী প্রমূখ।

মতবিনিময় সভায় উপজেলার প্রায় অর্ধ শতাধিক খামারি অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এসময় কোরবানির ঈদকে ঘিরে গরু চুরি ও ডাকাতি বন্ধে নানামুখী পদক্ষেপের পাশাপাশি পুলিশি তৎপরতা বৃদ্ধির কথা তুলে ধরে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার খামারীদের উদ্দেশ্য বলেন, আমাদের কৃষি প্রধান দেশে কৃষকের মুল চালিকাশক্তি হলো গরু। একটি গরু বা খামার মালিকরা গরু লালন পালন করতে গিয়ে সারাজীবনের পুঁজি বিনিয়োগ করতেও দ্বিধা করেন না। দেশের গরু মালিকেরা অনেকেই ব্যাংক লোন নিয়ে গরু কিনে লালন পালন এবং খামার গড়ে তুলেছেন। এই গরু গুলো চুরি হলে ঐ কৃষক বা খামারির সবশেষ হয়ে এবং সর্বস্বান্ত হয়ে যায়। এসময় তিনি যারা চুরি করবে বা চুরিতে সহযোগীতা করবে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap