নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ২০২২ সালে একুশে পদক প্রাপ্ত ব্যক্তিবর্গ ও পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং একুশের চেতনায় শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনজন কৃতী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারী) সন্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
জেলা প্রশাসক ডক্টর মোঃ আতাউল গনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply