সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে পাঁচ দিনব্যাপী বইমেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌর শহরের ডাকবাংলো চত্বরে “দ্বিতীয় সূর্য” নামের একটি সংগঠন একুশে বইমেলার আয়োজন করে। মেলাটি স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড.জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রফেসর আলীম মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, বীরমুক্তিযোদ্ধা এমও গণি প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন “দ্বিতীয় সূর্য” এর প্রতিষ্ঠাতা তৌহিদুর রহমান তানভীর। মেলাটিতে ১২টি স্টল স্থান পেয়েছে। পরে সংগীত, নৃত্য ও নাটক পরিবেশন করে কলতান বিদ্যানিকেতন।
Leave a Reply