নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয়ের বার্ষিক পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা (বিপিএম-বার, পিপিএম)।
২৩ ফেব্রুয়ারি বুধবার টাঙ্গাইল জেলায় আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
অতিরিক্ত ডিআইজিকে পুলিশ অফিসার মেস ও জেলা পুলিশের একটি চৌকষ দল গার্ড অফ অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
Leave a Reply