টাঙ্গাইলে আরও চারজন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করেছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চেয়ারম্যানদের শপথ পাঠ করান টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রমুখ।
শপথ নেওয়া ৪ ইউপি চেয়ারম্যান হলেন- ভূঞাপুর উপজেলার ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু (নৌকা), অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব (নৌকা), গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার (নৌক) ও নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ (আওয়ামী লীগের বিদ্রোহী-আনারস)।
প্রসঙ্গ প্রকাশ, গত বছরের ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে তারা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন।
Leave a Reply