আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই পূর্ব ইউরোপের দেশগুলোতে অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ৩০ দেশের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে জেনস স্টলটেনবার্গ একথা জানান।
এদিকে যুক্তরাজ্যের এক মন্ত্রী বলেছেন, কিয়েভ ও মস্কোর ‘অভ্যন্তরীন’ বিষয়ে হস্তক্ষেপের জন্য সেখানে কোনো সেনা পাঠানো হবে না।
জেনস স্টলটেনবার্গ জানান, রাশিয়ার আগ্রসন হল গত কয়েক দশকের মধ্যে ইউরোপ-আটলান্টিক জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। রাশিয়া ইউরোপে শান্তি বিঘ্নিত করছে। বিনা উস্কানিতে রাশিয়ার আক্রমণ মোকাবেলা করে ইউক্রেনের স্বাধীনতা ধরে রাখতে সেখানকার সাধারণ জনগণ লড়াই করে চলেছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জেমস হেপেই এর আগে বলেছিলেন, ব্রিটেন ন্যাটো মিত্রকে শক্তিশালী করার জন্য “পূর্ব পরিকল্পনা অনুযায়ী এস্তোনিয়াতে আরও সেনা সদস্য পাঠানো হবে।
তিনি আরো বলেন, হাঙ্গেরি, স্লোভাকিয়া, রোমানিয়া এবং পোল্যান্ডে চলে আসা ইউক্রেনের নাগরিকদের মানবিক সহায়তা প্রদানে সাহায্য করতে এক হাজার ব্রিটিশ সেনা প্রস্তুত রাখা হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
Leave a Reply