আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলা চালাতে শুরু করবে রাশিয়ার সেনাবাহিনী।
স্থানীয় সময় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আজকে রাতে আমাদের ধৈর্য ধরতে হবে। কারণ আজকেই ইউক্রেনের আগামী কেমন হবে তা জানা যাবে।’
এর আগে ভলোদিমির জেলেনস্কির এক মুখপাত্র রাশিয়ার সঙ্গে যতোটা দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর ও শান্তি আলোচনা শুরুর আগ্রহের কথা জানান।
তিনি জানান, রাশিয়া এবং ইউক্রেনের কর্মকর্তারা শান্তি আলোচনা শুরুর সময় ও স্থান নিয়ে আলোচনা করছে।
এদিকে কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অনিশ্চিত কয়েকটি সূত্র বিবিসিকে জানায়, রাজধানী কিয়েভে তিন থেকে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মানবিক সহায়তা প্রদান করা সংস্থা ডক্টর উইথআউট বর্ডার জানায়, তারা ইউক্রেনে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধন্ত নিয়েছে। সহিংসতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় তারা কাজ বন্ধ করতে বাধ্য হচ্ছে।
Leave a Reply