সখিপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর থানায় নতুন ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ রেজাউল করিম। গত শুক্রবার তিনি নতুন কর্মস্থল সখীপুর থানায় যোগদান করেন। এর আগে তিনি মানিকগঞ্জের দৌলতপুর থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে গোপালগঞ্জ, টাঙ্গাইলে এবং ডিএমপি’র (ডিবি) ওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁর জন্ম ময়সনসিংহের ঈশ্বরগঞ্জে। ছাত্র জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের ১৯৮৭-৮৮ সনের ছাত্র সংসদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
সদ্য যোগদানকারী ওসি মোঃ রেজাউল করিম বলেন , সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে এ উপজেলার মাদক, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কাজ দমনে পদক্ষেপ নেওয়া হবে। এজন্যে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply