বাসাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে উপজেলা আ’লীগের সম্মেলন ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে ঘিরে সভাপতি পদে প্রায় অর্ধডজন এবং সাধারণ সম্পাদক পদে ১৩ জন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। একটি চা-ষ্টলের ভেতর প্রার্থীদের সমর্থনে বাকবিতন্ডার একপর্যায়ে পিটিয়ে চা দোকানদারের হাত ভেঙ্গে আহত করেছে আতিকুর রহমান আতিক(৩৫) নামের এক কর্মি।
শুক্রবার(২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে উপজেলার কাশীল ইউপি’র কাশীল বটতলা এলাকায় একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। আহত প্রতিবন্ধী চা দোকানদার সেলিম জমাদার(৬২) উপজেলার কাশীল ইউপি’র বাহাতৈর গ্রামের মৃত জোয়াহের জমাদারের ছেলে। হামলাকারী আতিক একই ইউপি’র কাশীল পশ্চিমপাড়ার রাজমিস্ত্রি রশিদ মিয়ার ছেলে।
এঘটনায় কাশীল বটতলা বনিক সমিতির ৮০ জন ব্যবসায়ীর সাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ বাসাইল থানায় জমা দেয়া হয়েছে।
বনিক সমিতির সভাপতি হাজী আলহাজ মিয়া জানান, প্রতিদিনের মতন ওই চায়ের ষ্টলে লোকজন বসে আ’লীগের সম্মেলন নিয়ে আলোচনা চলছিলো। কাশীল গ্রামের দু’জন প্রার্থীকেই কাশীলসহ পাশর্^বর্তী গ্রামের সকলের সমর্থন করা উচিত। পাশে দাঁড়িয়ে থাকা আতিক এই কথার দ্বীমত করে । চা দোকানদার প্রতিবন্ধী সেলিম আতিককে উদ্দেশ্য করে বলেন,তুমি কাশীলের ছেলে হিসেবে কাশীলের দুজন প্রার্থীকেই সমর্থন করবা। একথায় রাগান্বিত হয়ে সেলিমকে কিলঘুষি দিয়ে আহত করে এবং পাশে থাকা কাঠের লাঠি দিয়ে তার বাম হাতের কনুইয়ের উপরে আঘাত করে।
বনিক সমিতির সাধারন সম্পাদক জহির আহমেদ জমাদার পিন্টু জানান, আহত সেলিমকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পরিক্ষায় জানাযায় তার বাম হাতের কনুইয়ের উপর হাড় ভেঙ্গে দু’টুকরা হয়ে গেছে। বনিক সমিতির পক্ষ থেকে থানায় অভিযোগ দিয়েছি।এই হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আতিকুর রহমান আতিক বলেন, মাননীয় কৃষিমন্ত্রী,বাসাইল-সখিপুরের সংসদ সদস্য এবং আমাদের ছবি সংবলিত ব্যানার লাগাতে গেলে সেলিম জমাদার বাধাদেয় এবং অশ্রাব্য ভাষায় গালাগাল দেয়। এ নিয়ে তার সাথে আমার বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। এতে তার হাতে আঘাত লেগে ব্যাথা পায়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, আহত সেলিম জমাদারের পক্ষে একটি অভিযোগ জমা দিয়েছে। অভিযোগের ভিক্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply