মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে হঠাৎ বেড়েছে শিল্প,বানিজ্যিক ও আবাসিক ট্রান্সফরমার ও মিটার চুরি। এতে গ্রাহকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। চোররা চুরির পর মিটারের বক্সে চিরকুটে বিকাশ নাম্বার রেখে যায়। সে নাম্বারে টাকা দিলে ফেরত পাওয়া যায় মিটার ও ট্রান্সফরমার। ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন বলেন,গত কয়েকদিনের মধ্যে তাদের রাইস মিলের শিল্প মিটার চুরি হয়ে যায়। চুরির পর প্রতারক চক্র বিকাশ নাম্বারে ১০-১২ হাজার টাকা চাঁদা দাবি করে। ঝামেলা এড়াতে টাকা দিয়ে মিটার ফেরত পেয়েছি। টাঙ্গাইল পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর গোড়াই জোনাল অফিসের ডিজিএম মোঃ নুরুন্নবী ও বিদ্যুৎ সমিতি-১ এর মির্জাপুর জোনাল অফিসের ডিজিএম জাকির হোসেন বলেন, ধারনা করা হচ্ছে এটি খুবই শক্তিশালী চক্র। গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর থানা-পুলিশ ও টাঙ্গাইল র্যাবকে জানানো হয়েছে। মির্জাপুর থানার ওসি মোঃ আলম চাঁদ বলেন, পল্লী বিদ্যুৎ বিভাগ ও গ্রাহকদের কাছ থেকে মিটার চুরির অভিযোগ ও কিছু মোবাইল নম্বর পাওয়া গেছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। মিটার চুরির সঙ্গে জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।
Leave a Reply