নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনায় জেগে ওঠা চরের মাটি অবাধে কাটা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে আঞ্চলিক মহাসড়ক ও নির্মিত গাইড বাঁধ। স্থানীয় প্রভাবশালী ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় অবৈধভাবে পাঁচটি বালুর ঘাট তৈরি করে ট্রাকযোগে এসব মাটি বিক্রি করছে। জগৎপুরা এলাকার রায়হান বলেন, আন্নেরা লিখে কি করবেন। বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি দেয়। ভাঙনে ক্ষতিগ্রস্থ রহিজ উদ্দিন বলেন, কিছু বলতে গেলে মারধর করতে আসে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালেও কোন ব্যবস্থা গ্রহণ করছে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহান বলেন, প্রশাসনের পক্ষ থেকে এসব অবৈধ বালুর ঘাট বন্ধে অভিযান পরিচালনা করা হবে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, যমুনা নদীর বাঁধের পাশে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি বলেন, জগৎপুরা এলাকায় বাঁধের কাছে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হবে। প্রশাসনের পক্ষ থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply