নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষার মোড় এলাকায় বালুভর্তি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছে। রাত প্রায় সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই যুবক বাসাইলের ফুলকি ইউনিয়নের ময়থা গ্রামের আবু তালেব মিয়ার ছেলে রবিউল ইসলাম (২৩) । আহত হয়েছে মোটরসাইকেল চালক হৃদয়।
পুলিশ ও আহত হৃদয় জানান, তারা মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথেমধ্যে বালুভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২৫৬৩৮) মোটরসাইকেল (টাঙ্গাইল-ল ১১৭৭১৫) কে চাপা দেয়। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাম পাশে পড়ে যায়। রবিউল রাস্তার ডান পাশে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে থানা নেয়া হয়েছে। আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply