নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ২৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শনিবার বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার রেলস্টেশনের দক্ষিণ পাশ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদাপুর গ্রামের আকবর আলীর ছেলে আবু সাঈদ (২৫)। এ সময় ৩ লাখ ৯০০ টাকা মূল্যের ২৪ গ্রাম হেরোইন, একটি মোবাইল, একটি সিমকার্ড এবং নগদ ৩০০ টাকাসহ তাকে হাতেনাতে আটক করে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply