নিজস্ব প্রতিনিধিঃ সারাদেশে একদিনে এক কোটি মানুষকে করোনা প্রতিরোধক টিকার প্রথম ডোজ দেয়ার লক্ষ্যে টাঙ্গাইলেও অনুষ্ঠিত হচ্ছে টিকার বিশেষ ক্যাম্পেইন।
সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিরা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
জেলার ১২ উপজেলার ৩৬৬ টি কেন্দ্রে এক লাখ ৮৩ হাজার মানুষকে রেজিস্ট্রেশন ছাড়া শুধুমাত্র নাম ও মোবাইল নম্বর দিয়ে করোনা প্রতিরোধক টিকার প্রথম ডোজ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন অফিস। সকল টিকাদান কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। কোন প্রকার ঝামেলা ছাড়া স্বাচ্ছন্দে করোনা প্রতিরোধক টিকার প্রথম ডোজ গ্রহণ করতে পেরে খুশি তৃণমূল পর্যাযয়ের জনসাধারণ।
Leave a Reply