টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি শনিবার টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে এ সাধারণ সভার আয়োজন করা হয়।

বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির সভাপতি খোন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে ও মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসকোচ-মিনিবাস মালিক সমিতির প্রধান উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল- সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-২ (গোপালপুর- ভুঞাপুর) আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার-রশীদ হীরাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বাস মালিক সমিতির সদস্যবৃন্দ।

সভায় প্রধান অতিথি ফজলুর রহমান খান ফারুক খোন্দকার ইকবাল হোসেনকে সভাপতি ও গোলাম কিবরিয়া বড় মনিকে মহাসচিব পদে নাম প্রকাশ করে নতুন কমিটি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap