নিজস্ব প্রতিনিধিঃ বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টাঙ্গাইলে একযোগে ইউনিয়ন এবং পৌরসভা পর্যায়ে টার্গেটের চেয়ে ১ লাখ ৭২ হাজার ৭২২ ডোজ বেশি গণটিকা দেয়া হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়া হয়। এ দিন ১১৪টি ইউনিয়নের ৩৪২টি কেন্দ্রে এবং ৩টি পৌরসভার ২৪টি কেন্দ্রে টিকাদান চলে।
সিভিল সার্জন অফিস জানায়, বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে জেলায় ১ লাখ ৯ হাজার ৮০০ ডোজ টিকা দেয়ার টার্গেট নেয়া হয়। কিন্তু সাধারণ মানুষের আগ্রহ থাকায় ২ লাখ ৮২ হাজার ৫২২ ডোজ টিকা দেয়া হয়। যা টার্গেটের চেয়ে ১ লাখ হাজার ৭২ হাজার ৭২২টি বেশি। একদিনে জেলায় এত বিপুল পরিমাণে টিকা এর আগে কখনও দেয়া হয়নি। বর্তমান সিভিল সার্জনের ঐকান্তিক প্রচেষ্টায় এ টিকা দেয়া সম্ভব হয়েছে। টিকা কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত মানুষের ভিড় ছিল। এটা সামাল দিয়ে স্বাস্থ্য বিভাগের হিমশিম খেতে হয়।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সকলের সহযোগিতায় কর্মসূচি সুষ্ঠুভাবে তৃণমূল পর্যায়ে দেয়া হয়েছে। সিনোফার্ম, সিনোভ্যাক এবং ফাইজার টিকা দেয়া হয়। আগামীতেও তৃণমূল পর্যাযে টিকা দেয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply