নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল মির্জাপুরে মাটি বোঝাই ড্রাম ট্রাকের চাপায় জুলহাস সিকদার (৩৫) নামে এক সৌদি আরব প্রবাসী নিহত হয়েছে। গত শনিবার রাত সাড়ে দশটার দিকে গোড়াই- সখিপুর সড়কের পাঁচগাও নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুলহাস সিকদার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের মোঃ আফজাল সিকদারের ছেলে।
পুলিশ জানায়, জুলহাস সিকদার দশদিন আগে সৌদিআরব থেকে তিন মাসের ছুটিতে দেশে এসেছেন। শনিবার রাত সাড়ে দশটার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে গোড়াই-সখিপুর সড়কের ওই স্থানে মাটি বোঝাই ড্রাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply