-
- কালিহাতী, টাংগাইল
- কালিহাতীতে স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের ৭৯ তম জন্মবার্ষিকী পালিত
- প্রকাশের সময় : মার্চ, ২, ২০২২, ২:২৫ অপরাহ্ণ
- 129 বার পড়া হয়েছে
কালিহাতী প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা শাজাহান সিরাজের ৭৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) দুপুরে জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ চত্বরে শাজাহান সিরাজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কলেজ মাঠে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দাতা সদস্য ও শাজাহান সিরাজের সহধর্মিণী রাবেয়া সিরাজ।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও শাজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম আম্বিয়া সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, এ কে এম আব্দুল আউয়াল, জিল্লুর রহমান, কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি রশিদুল ইসলাম রতন ও অভিভাবক প্রতিনিধি হোসেন আলী শিকদার প্রমুখ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের প্রভাষক তারিকুল ইসলাম।
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply