টাঙ্গাইলে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ “মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার, বীমায় সুরক্ষা থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অফিসার্স এসোসিয়েশন টাঙ্গাইল শাখার সভাপতি এমএ হান্নান, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড টাঙ্গাইল শাখার ভাইস প্রেসিডেন্ট মৃত্যুঞ্জয় সাহা প্রমুখ।

এসময় আরো বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশন এর জিএম মো. মাহবুবুল হক, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স এর জিএম মনোরঞ্জন সরকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ভাইস চেয়ারম্যান নিখিল চন্দ্র বনিক, জীবন বীমা কর্পোরেশন এর ব্যবস্থাপক ম্যানেজার মো. শফিকুল ইসলাম সফিসহ আরোও অনেকে।

প্রসঙ্গত, ১৯৬০ সালের ১মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। ফলে দিনটিকে প্রতিবছর বীমা দিবস হিসেবে পালনের সিন্ধান্ত নেয়। সরকারও এর অনুমোদন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap