মঙ্গলবার (১ মার্চ) নতুন ম্যানেজার শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-মহাব্যবস্থাপক ও টাঙ্গাইল অঞ্চল প্রধান আতিকুর রহমান সিদ্দিকী।
এসময় অন্যান্যের মধ্যে বাসাইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বাসাইল উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাসেদা সুলতানা রুবি, পৌর মহিলা কাউন্সিলর ববিতা রহমানসহ ব্যাংকের স্টাফ কর্মচারী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিদায়ী ম্যানেজার এস.এম শরিফ মাহমুদ জানান, আমি দীর্ঘ দিন বাসাইল শাখার ম্যানেজারের দায়িত্ব পালন করেছি। আমার সাধ্যমত সেবা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের ব্যাংক আপনারাই ভালো রাখবেন। আমরা আপনাদের সেবক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। বাসাইল শাখার গ্রাহকগণের প্রায় ৫ বছর যাবৎ সুখ দুঃখের অংশীদার হতে পেড়ে নিজেকে ধন্য মনে করছি এবং সকল কর্মককর্তা ও উর্ধ্বতন কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply