নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে মো. শুক্কুর (৫৫) নামের এক বৃদ্ধকে খুনের অভিযোগের উঠেছে।
মঙ্গলবার (১ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খুপিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শুক্কুর ওই গ্রামের তছিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ঘাস কাটা নিয়ে বৃদ্ধ শুক্কুরের সাথে প্রতিবেশী ছায়েদুল ইসলামের ছেলে নজরুলের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শুক্কুর মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে’।
তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য তা টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে’।
Leave a Reply